একটিমাত্র পাতা ব্যবহার করে আপনার ঠোঁট গলাপি করে তুলুন।

Image
দেখতে দেখতে শীতকাল চলে এলো।যদিও শীতকালটাই সবারই প্রিয় কাল।কিন্তু শীতকালে প্রায় সবারই একটা সমস্যা হয়ে থাকে সেটা হল ঠোঁটের সমস্যা। যেমন ঠোঁট ফাটা বা ঠোঁট কালো হয়ে যাওয়া, যদি আপনি ধূমপান করেন তাহলে আপনি এই সমস্যায় অবশ্যই ভুগে থাকবেন।  শীতকালে আমরা ঠোঁট ভালো রাখার জন্য অনেক কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু সেগুলিতে সেরকম ভাল কাজ হয় না। আজকে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদান বলব যার দ্বারা আপনি আপনার ঠোঁট ভালো রাখতে পারবেন এবং গোলাপি করতে পারবেন।  ধনেপাতা :- শীতকালে ধনেপাতা পাওয়ার খুব একটা কঠিন না। প্রায় সব জায়গায় ধনেপাতা পাওয়া যায় ।আপনি কেবলমাত্র এটা ব্যবহার করে আপনার অনেক সুন্দর রাখতে পারবেন এবং গোলাপী করতে পারবেন।  কিভাবে ব্যবহার করবেন?:-  প্রথমে আপনি একগুচ্ছ ধনেপাতা ভালো করে ধুয়ে নেবেন ।তারপর একটি পরিষ্কার পাত্রে এই ধনেপাতা কে ভালো করে থেতো করে নেবেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে এই উপাদানটি কে নিয়ে আপনার ঠোঁটে ভালো করে মালিশ করবেন।  এভাবে মালিশ করার পর 15 থেকে 20 মিনিট রেখে দেবেন এবং তারপর ধুয়ে ফেলবেন ।অবশ্যই এই ধনেপাতার রস লাগা...

ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে সুন্দর highway আছে


স্প্যানিশ নাইস রোড যা বেঙ্গালোর থেকে মৈসোরের লিঙ্ক। শহরের বেশিরভাগ রাস্তাই এমন গাছের আচ্ছাদিত রয়েছে যা যথেষ্ট পরিমাণে ছায়াময় এবং শীতলতা প্রদান করে। যদিও ঘন ঘন ট্রাফিক জ্যাম আছে, কিন্তু রাস্তার গুণগত মান যতটুকু বোঝা যায় ততই এটি কোন ব্যাপারই না। তারা পরিষ্কার এবং প্রশস্ত, 3 বা 4 (কখনও কখনও 5) লেন রয়েছে।

কর্ণাটক পাণ্ডেচারী, মৈশোর, মংলোর, চিকমঙ্গলুর প্রভৃতি পর্যটনের বিভিন্ন পর্যায়ের স্থানগুলিতে ভালভাবে যুক্ত রয়েছে। যদি আপনার নিজের গাড়ি থাকে এবং বেঙ্গালুরু বা অন্য কোন প্রধান শহরে বসবাস করে, তবে রাস্তায় ভ্রমণ করা হয় আনন্দ।


বেঙ্গালুরু থেকে নন্দী হিলস রুট আশ্চর্যজনক এবং কর্ণাটকের সবচেয়ে জনপ্রিয় চক্র রুট এক।

Comments

Popular posts from this blog

মেয়েদের গোপন অঙ্গ কত প্রকারের হয়? দেখুন এখান থেকে।

পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার কিছু পদ্ধতি।

পৃথিবীর সব থেকে দামি মদ কোনটি? ও তার দাম কত ?জেনে নিন এখান থেকে।