একটিমাত্র পাতা ব্যবহার করে আপনার ঠোঁট গলাপি করে তুলুন।

Image
দেখতে দেখতে শীতকাল চলে এলো।যদিও শীতকালটাই সবারই প্রিয় কাল।কিন্তু শীতকালে প্রায় সবারই একটা সমস্যা হয়ে থাকে সেটা হল ঠোঁটের সমস্যা। যেমন ঠোঁট ফাটা বা ঠোঁট কালো হয়ে যাওয়া, যদি আপনি ধূমপান করেন তাহলে আপনি এই সমস্যায় অবশ্যই ভুগে থাকবেন।  শীতকালে আমরা ঠোঁট ভালো রাখার জন্য অনেক কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু সেগুলিতে সেরকম ভাল কাজ হয় না। আজকে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদান বলব যার দ্বারা আপনি আপনার ঠোঁট ভালো রাখতে পারবেন এবং গোলাপি করতে পারবেন।  ধনেপাতা :- শীতকালে ধনেপাতা পাওয়ার খুব একটা কঠিন না। প্রায় সব জায়গায় ধনেপাতা পাওয়া যায় ।আপনি কেবলমাত্র এটা ব্যবহার করে আপনার অনেক সুন্দর রাখতে পারবেন এবং গোলাপী করতে পারবেন।  কিভাবে ব্যবহার করবেন?:-  প্রথমে আপনি একগুচ্ছ ধনেপাতা ভালো করে ধুয়ে নেবেন ।তারপর একটি পরিষ্কার পাত্রে এই ধনেপাতা কে ভালো করে থেতো করে নেবেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে এই উপাদানটি কে নিয়ে আপনার ঠোঁটে ভালো করে মালিশ করবেন।  এভাবে মালিশ করার পর 15 থেকে 20 মিনিট রেখে দেবেন এবং তারপর ধুয়ে ফেলবেন ।অবশ্যই এই ধনেপাতার রস লাগা...

আপনি কি জানেন পৃথিবীর শেষ দিনের তারিখ কোনটি ?জানতে হলে লেখাটি পড়ুন।

আমরা প্রায় সবাই বিশ্বাস করি যার একবার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। কোন জীব বা প্রাণী কোন কিছুই সারাজীবন টিকে থাকতে পারে না। একটা সময়ে তাকে বিনাশ হতেই হয়।
 ঠিক সেরকমই পৃথিবীর ও বিনাশ হবে এটা নিশ্চিত।
অনেক ধর্মগ্রন্থেই পৃথিবীর বিনাশ উল্লেখ করা আছে। এই ধর্মগ্রন্থগুলোকে ভিত্তি করেই অনেক মুনি-ঋষিরা ও বিজ্ঞানীরা তাদের গবেষণা দ্বারা পৃথিবীর ধ্বংসের তারিখ টা মোটামুটি অনুমান করে গেছেন।এর মধ্যে কিছু ভবিষ্যৎ বাণীর সময় পেরিয়ে গেছে অর্থাৎ ভুল প্রমাণিত হয়েছে। আর কিছু ভবিষ্যৎ বাণীর সময় এগিয়ে আসছে।
 চলুন দেখে নেওয়া যাক তারা কি বলেছেন।
leonardo da vinci:-
অনেক বিজ্ঞানী দের মতই leonardo da vinci ও পৃথিবীর ধ্বংসের ভবিষ্যত বাণী করেছেন। তিনি বলেছেন 4006 সালের 21 মার্চ পৃথিবী ধ্বংস হবে। আর এই ধ্বংসের শুরুটা হবে বিশাল সুনামি দিয়ে। এবং 1 নভেম্বর গোটা পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। তার মতে পৃথিবীর ঠিক এভাবেই ধংস হবে।
 এবং তিনি আরো বলেছেন পৃথিবী ধ্বংসের পর আবার পুনরায় পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটবে।
  Mayan civilization:-
 ভবিষ্যৎবানী করা হয়েছিল যে 21 ডিসেম্বর 2012 সালে পৃথিবী ধ্বংস হবে।আর এই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল মায়ান সভ্যতার ক্যালেন্ডার অনুসারে। 2011 সালে আশা এই চর্চাটি অনেক মানুষই বিশ্বাস করেছিল।কিন্তু এটি ভুল প্রমাণিত হয়েছে।
 আইজাক নিউটন:-
আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আইজ্যাক নিউটনকে আধুনিক কালের মহান বিজ্ঞানী হিসেবে মনে করে থাকি।
 তার মতে 2060 সালে পৃথিবী ধ্বংস হবে। আইজেক নিউটন যে শুধুমাত্র ভৌত বিজ্ঞানের সূত্র আবিষ্কার করার জন্য বিখ্যাত তা ঠিক না। তিনি যেমন তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে ভৌত বিজ্ঞানের সূত্র আবিষ্কার করেছেন। ঠিক তেমনি তার চিন্তা শক্তির দ্বারা তিনি পৃথিবীর ধ্বংসের তারিখটি খোঁজার চেষ্টাও করেছিলেন। তিনি বাইবেল পড়ার পড়ে মনে করেছেন 2060সাল থেকেই শুরু হবে পৃথিবীর ধ্বংস। তার উক্তি থেকে পরিষ্কার বোঝা যায় তার এই ভবিষ্যদ্বাণী টি তার বৈজ্ঞানিক যুক্তির পেছনে ভিত্তি করে হয়নি। এই উক্তিটি তিনি করে গেছেন তার ধার্মিক বিশ্বাসের উপর থেকে।
 স্টিফেন হকিংস:-
স্টিফেন হকিংস এই যুগের অন্যতম সেরা বিজ্ঞানী। স্টিফেন হকিংস অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার সময় তিনি উল্লেখ করেছেন পরবর্তী 1000 সালের মধ্যে পৃথিবীর ধ্বংস নিশ্চিত।
তিনি বলেছেন মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মানুষকে পৃথিবীর মতো অন্য একটি গ্রহের সন্ধান খুব শীঘ্রই করতে হবে।
 যদি আর্টিকেলটি ভাল লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।
ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

মেয়েদের গোপন অঙ্গ কত প্রকারের হয়? দেখুন এখান থেকে।

পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার কিছু পদ্ধতি।

পৃথিবীর সব থেকে দামি মদ কোনটি? ও তার দাম কত ?জেনে নিন এখান থেকে।