একটিমাত্র পাতা ব্যবহার করে আপনার ঠোঁট গলাপি করে তুলুন।

Image
দেখতে দেখতে শীতকাল চলে এলো।যদিও শীতকালটাই সবারই প্রিয় কাল।কিন্তু শীতকালে প্রায় সবারই একটা সমস্যা হয়ে থাকে সেটা হল ঠোঁটের সমস্যা। যেমন ঠোঁট ফাটা বা ঠোঁট কালো হয়ে যাওয়া, যদি আপনি ধূমপান করেন তাহলে আপনি এই সমস্যায় অবশ্যই ভুগে থাকবেন।  শীতকালে আমরা ঠোঁট ভালো রাখার জন্য অনেক কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু সেগুলিতে সেরকম ভাল কাজ হয় না। আজকে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদান বলব যার দ্বারা আপনি আপনার ঠোঁট ভালো রাখতে পারবেন এবং গোলাপি করতে পারবেন।  ধনেপাতা :- শীতকালে ধনেপাতা পাওয়ার খুব একটা কঠিন না। প্রায় সব জায়গায় ধনেপাতা পাওয়া যায় ।আপনি কেবলমাত্র এটা ব্যবহার করে আপনার অনেক সুন্দর রাখতে পারবেন এবং গোলাপী করতে পারবেন।  কিভাবে ব্যবহার করবেন?:-  প্রথমে আপনি একগুচ্ছ ধনেপাতা ভালো করে ধুয়ে নেবেন ।তারপর একটি পরিষ্কার পাত্রে এই ধনেপাতা কে ভালো করে থেতো করে নেবেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে এই উপাদানটি কে নিয়ে আপনার ঠোঁটে ভালো করে মালিশ করবেন।  এভাবে মালিশ করার পর 15 থেকে 20 মিনিট রেখে দেবেন এবং তারপর ধুয়ে ফেলবেন ।অবশ্যই এই ধনেপাতার রস লাগা...

সাবধান!! ভুল করেও যেগুলি গুগলে সাচ করবেন না। করলে পড়তে পারেন অনেক বিপদে।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু শব্দ যা আপনি কখনোই গুগলে সার্চ করে দেখতে চাইবেন না। যদি দেখেন তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন যেমন, খুব ভয় পেয়ে যেতে পারেন। বা কোন কিছুর প্রতি খুব ঘৃণা ধরে যেতে পারে। এমনও কিছু ছবি আছে যা আপনি কোনদিন মন থেকে মুছে ফেলতে পারবেন না। জেনে নিন কি কি সেই শব্দগুলি।
1)chancre:-যদি আপনি গুগুলে chancre লিখে সার্চ করেন তাহলে আপনি যৌনব্যাধি সংক্রান্ত কিছু ছবি ও তথ্য খুঁজে পাবেন। এই ছবিগুলো এতই বীভৎস হবে যে আপনি মনে করবেন না দেখাই মঙ্গল ছিল।
2)trypophobia:- এটি সার্চ করলে আপনার সামনে কিছু অসস্তিকর ছবি আসবে। আর ছবিগুলো এতই অস্বস্তিকর হবে যে আপনি মন থেকে কোনদিন মুছে ফেলতে পারবেন না।
3)fournier:- এটি সার্চ করলে আপনার সামনে দুটো result আসব একটি বাস্কেটবল খেলোয়াড়ের আর অপরটি যৌনাঙ্গ সম্পর্কিত একটি রোগের ছবি আসবে। আর এটি এতটাই জটিল যে আপনি যদি প্রস্তুতি না নিয়ে ছবিটি দেখেন তাহলে আপনার সমস্যা হতে পারে।
4)the gag reflex:- এর মানে হলো মৃত্যুর আগের মুহূর্তের লড়াই। ছবিতে না দেখাই মঙ্গল।
5)blue waffle: এটি সার্চ করলে আপনি নারী শরীরের কিছু রোগের ছবি দেখতে পাবেন। এই ছবির সাথে বাস্তবের কোন মিল নেই। ছবিটি খুব ভয়ানক হবে সহজে ভুলতে পারবেন না।
6)teratoma:-এটি সার্চ করলে আপনি হাড়, দাঁত, চুল সব মিলিয়ে টিউমারের ছবি দেখতে পাবেন। এই ছবিটিও ভোলার মত নয়।
 এই ছিল ছয়টি বিষয় যা সকলের জন্য সার্চ না করাই ভালো। কিন্তু বাকিটা আপনাদের ওপর, আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন। অবশ্যই আগে প্রস্তুত হয়ে যাবেন যে আপনি ভয়ানক কিছু দেখতে চলেছেন।
ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

মেয়েদের গোপন অঙ্গ কত প্রকারের হয়? দেখুন এখান থেকে।

পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার কিছু পদ্ধতি।

পৃথিবীর সব থেকে দামি মদ কোনটি? ও তার দাম কত ?জেনে নিন এখান থেকে।