একটিমাত্র পাতা ব্যবহার করে আপনার ঠোঁট গলাপি করে তুলুন।

Image
দেখতে দেখতে শীতকাল চলে এলো।যদিও শীতকালটাই সবারই প্রিয় কাল।কিন্তু শীতকালে প্রায় সবারই একটা সমস্যা হয়ে থাকে সেটা হল ঠোঁটের সমস্যা। যেমন ঠোঁট ফাটা বা ঠোঁট কালো হয়ে যাওয়া, যদি আপনি ধূমপান করেন তাহলে আপনি এই সমস্যায় অবশ্যই ভুগে থাকবেন।  শীতকালে আমরা ঠোঁট ভালো রাখার জন্য অনেক কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু সেগুলিতে সেরকম ভাল কাজ হয় না। আজকে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদান বলব যার দ্বারা আপনি আপনার ঠোঁট ভালো রাখতে পারবেন এবং গোলাপি করতে পারবেন।  ধনেপাতা :- শীতকালে ধনেপাতা পাওয়ার খুব একটা কঠিন না। প্রায় সব জায়গায় ধনেপাতা পাওয়া যায় ।আপনি কেবলমাত্র এটা ব্যবহার করে আপনার অনেক সুন্দর রাখতে পারবেন এবং গোলাপী করতে পারবেন।  কিভাবে ব্যবহার করবেন?:-  প্রথমে আপনি একগুচ্ছ ধনেপাতা ভালো করে ধুয়ে নেবেন ।তারপর একটি পরিষ্কার পাত্রে এই ধনেপাতা কে ভালো করে থেতো করে নেবেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে এই উপাদানটি কে নিয়ে আপনার ঠোঁটে ভালো করে মালিশ করবেন।  এভাবে মালিশ করার পর 15 থেকে 20 মিনিট রেখে দেবেন এবং তারপর ধুয়ে ফেলবেন ।অবশ্যই এই ধনেপাতার রস লাগা...

মুরগি আগে না মুরগী ডিম আগে? জেনে নিন এই রহস্যের সমাধান।।





মুরগি আগে না মুরগী ডিম আগে?শিরোনামটি হয়ত আপনার ফালতু মনে হতে পারে। কিন্তু যদি আপনি একবার গভীরভাবে চিন্তা করেন যে, মুরগি আগে না মুরগী ডিম আগে তাহলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। ছোটবেলায় যখন প্রিয় বন্ধুটির সাথে কিছু মজার প্রশ্ন নিয়ে তর্কাতর্কি চলত তখন প্রায়ই একে অপরকে বলতে শোনা যেত,“এই তুই বলতো মুরগি আগে না ডিম আগে” আর এই প্রশ্নটা করে ছোটবেলায় আমরা বেশ মজা পেতাম কারণটা হল এর উত্তর আমাদের কারোরই জানা ছিলনা।

 কিন্তু আজ আর কিছুই অজানা নয়।বিজ্ঞানীরা অনেক আবিষ্কারের পরে একটা সিদ্ধান্তে এসেছেন এবং তারা জানতে পেরেছেন মুরগি আগে নাকি মুরগি ডিম আগে।আসুন আমরাও জেনে নিই মুরগি আগে না ডিম আগে?
 সৃষ্টির প্রথমে আসলে মুরগি ও মুরগির ডিম কোনটাই ছিল না। প্রাণের উৎপত্তি আসলে সেই এককোষী আদি কোষ থেকে হয়েছে। আপনি হয়তো নিশ্চয়ই জানেন মুরগি এক ধরনের পাখি আর এটাও জানেন যে পাখিদের উৎপত্তি হয়েছিল আদি সরীসৃপ থেকে। আপনি লক্ষ্য করে দেখবেন সরিসৃপ রাও পাখিদের মতোই ডিম পাড়ে, প্রথম উৎপন্ন ডিমটি আসলে কোন মুরগীর শরীর থেকে সৃষ্টি হয়নি।
সরীসৃপের শরীরে ঘটে যাওয়া কোন এক জিনের ব্যতিক্রমের কারণে হয়েছিল এবং সেই ডিম থেকে জন্ম নিয়েছিল এক ধরনের মুরগি। এখন আপনার মনে হতে পারে যে তাহলে ডিম আগে হয়েছিল এবং মুরগি পরে জন্মাল কিন্তু বিজ্ঞানীরা অন্য কথা বলছেন, তারা বলছেন মুরগির ডিমের খোসা তে এক ধরনের প্রোটিন থাকে যার নাম ওভোক্লেডিডিন-১৭ আর এই প্রোটিন তৈরি হয় মুরগির শরীর থেকেই। তাহলে এখানে প্রমাণিত হয় মুরগি আগে তারপর ডিম।

Comments

Popular posts from this blog

মেয়েদের গোপন অঙ্গ কত প্রকারের হয়? দেখুন এখান থেকে।

পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার কিছু পদ্ধতি।

পৃথিবীর সব থেকে দামি মদ কোনটি? ও তার দাম কত ?জেনে নিন এখান থেকে।