একটিমাত্র পাতা ব্যবহার করে আপনার ঠোঁট গলাপি করে তুলুন।

Image
দেখতে দেখতে শীতকাল চলে এলো।যদিও শীতকালটাই সবারই প্রিয় কাল।কিন্তু শীতকালে প্রায় সবারই একটা সমস্যা হয়ে থাকে সেটা হল ঠোঁটের সমস্যা। যেমন ঠোঁট ফাটা বা ঠোঁট কালো হয়ে যাওয়া, যদি আপনি ধূমপান করেন তাহলে আপনি এই সমস্যায় অবশ্যই ভুগে থাকবেন।  শীতকালে আমরা ঠোঁট ভালো রাখার জন্য অনেক কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু সেগুলিতে সেরকম ভাল কাজ হয় না। আজকে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদান বলব যার দ্বারা আপনি আপনার ঠোঁট ভালো রাখতে পারবেন এবং গোলাপি করতে পারবেন।  ধনেপাতা :- শীতকালে ধনেপাতা পাওয়ার খুব একটা কঠিন না। প্রায় সব জায়গায় ধনেপাতা পাওয়া যায় ।আপনি কেবলমাত্র এটা ব্যবহার করে আপনার অনেক সুন্দর রাখতে পারবেন এবং গোলাপী করতে পারবেন।  কিভাবে ব্যবহার করবেন?:-  প্রথমে আপনি একগুচ্ছ ধনেপাতা ভালো করে ধুয়ে নেবেন ।তারপর একটি পরিষ্কার পাত্রে এই ধনেপাতা কে ভালো করে থেতো করে নেবেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে এই উপাদানটি কে নিয়ে আপনার ঠোঁটে ভালো করে মালিশ করবেন।  এভাবে মালিশ করার পর 15 থেকে 20 মিনিট রেখে দেবেন এবং তারপর ধুয়ে ফেলবেন ।অবশ্যই এই ধনেপাতার রস লাগা...

মেয়েদেরকে বেশী উত্তেজিত করতে হলে কোন কোন জায়গায় বেশি স্পর্শ করবেন দেখে নিন

পৃথিবীতে জীবন সৃষ্টির পর থেকেই প্রতিটা জীব ও প্রাণীর মধ্যে নিজেদের ভালোবাসার সম্পর্ক গঠিত হয়। ধীরে ধীরে বিবর্তন হতে হতে আজ আমরা সভ্য মানুষের পরিণত হয়েছি। প্রাচীনকালে মানুষদের কাছে সেক্স সম্বন্ধে অতটা জ্ঞান না থাকলেও এখনকার মানুষ সেটা ধীরে ধীরে বুঝতে পেরেছে। সেক্স এমন একটা বিষয় যেটা মানুষের সব থেকে চরম সুখের মুহূর্ত। এখনকার দিনে সেক্স শুধুমাত্র বংশ বিস্তার করার জন্যই মানুষ করে না, অনেক আনন্দ উপভোগ করার জন্য সেক্স করে। সেক্স ভালোভাবে উপভোগ করার জন্য দুইজনকেই সমান ভাবে উত্তেজিত হতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা ঠিক ভাবে উত্তেজিত থাকে না, সে কারণে মেয়েদের কে উত্তেজিত করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। দেখে নিন কি কি পদ্ধতি অবলম্বন করলে মেয়েরাও সমানভাবে উত্তেজিত হবে-
গলা ও ঘাড়:-
 গলা ও ঘাড় হল মেয়েদের অন্যতম স্পর্শকাতর অঙ্গ। আপনি যখন আপনার সঙ্গিনীর অনেক আসতে চাইবেন এবং কাছে পেতে চাইবেন তখন তাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে ও গলায় স্পর্শ করুন ও আলতো চুম্বন করুন। এটা করলে সে আপনাকে অনেকটাই ধরা দেবে।

কান:-
 আপনি কি জানেন গলার মতো কান ও মেয়েদের একটি স্পর্শকাতর অঙ্গ। আপনি যখন আপনার সঙ্গিনী কে জড়িয়ে ধরলেন, তখন তার কানে হালকা করে চুম্বন করুন এবং তার কানের কাছে ফিসফিস করে কথা বলুন। এই ফিস ফিস করে কথা বলাতে মেয়েরা অনেকটাই নিজেকে উত্তেজিত বোধ  করে।
কোমর:-
কোমর শুধুমাত্র মেয়েদের স্পর্শকাত অঙ্গ ই না মেয়েদের এই অঙ্গ ছেলেদের কেও অনেক আকৃষ্ট করে। এই জায়গায় স্পর্শ করলে মেয়েরা অনেকটাই উত্তেজিত হয়।

নাভি:-
মেয়েদের নাভি এমন একটি অঙ্গ যেটা ছেলেদের আকৃষ্ট করে। আপনি যদি এই নাভিতে হালকা করে স্পর্শ করেন এবং এর চারিদিকে আলতো করে kiss করতে থাকেন, তাহলে মেয়েরা খুবই উত্তেজিত হতে থাকে।
 উপরের এই অঙ্গ গুলো ছাড়াও এমন কিছু কিছু মেয়েদের অঙ্গ আছে যেগুলিতে স্পর্শ করলে মেয়েরা চরম উত্তেজনা অনুভব করে। যেমন- ব্রেস্ট, underarms, এবং মেয়েদের যোনি।
আশা করি আপনাদের এই টিপস গুলো অনেক কাজে লাগবে
ধন্যবাদ

Comments

Popular posts from this blog

মেয়েদের গোপন অঙ্গ কত প্রকারের হয়? দেখুন এখান থেকে।

পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার কিছু পদ্ধতি।

পৃথিবীর সব থেকে দামি মদ কোনটি? ও তার দাম কত ?জেনে নিন এখান থেকে।